Saturday, March 3, 2018

6th Committee-2018

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ‘ভাঙ্গা উপজেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন উজ্জ্বল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন শরিফুল আলম।

গত ২৩ ফেব্রুয়ারি ২০১৮ সালে বিকাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সভায় ১২ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটির অনুমোদন দিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক বশির আহমেদ।

সদ্য ঘোষিত এ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনি সম্পাদক মাহবুব রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন এবং প্রচার সম্পাদক হয়েছেন তরিকুল ইসলাম।

কমিটি ঘোষণার সময় সভায় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আতিকুর রহমান, সংগঠনের সাবেক সভাপতি ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি হাফিজুর রহমান।

No comments:

Post a Comment